
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২১) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর ২০২১) পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপি পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় বাসন্তী মুরমু (ক্যাটাগরী: সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী) কে সর্বশ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত করা হয়েছে।
এছাড়াও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শাহানাজ পারভিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শাপলা খাতুন এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে শিখা পোদ্দার পেয়েছেন এই সম্মাননা।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) বিকাল ৫টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।
এসময় পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খন্দকার শাকিনা বিনতে শরীফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়িতা হচ্ছে সমাজের বাধা বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর একটি প্রতিকী নাম।
বাসন্তী মুরমু এর আগেও ২০১৬ সালে অনন্যা পুরষ্কারে সম্মানিত হন। তিনি সমাজের পিছিয়ে পড়া আদিবাসী নারী ও শিশুদের আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি আদিবাসী নারী পরিষদের সভানেত্রী (রংপুর অঞ্চল) এবং আদিবাসী নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।