Home > Uncategorized > জয়পুরহাটে সাঁওতাল বিদ্রোহের ১৬০তম বার্ষিকী উদযাপিত

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার মহিপুর আদিবাসী পল্লীতে নানা আয়োজনে সাঁওতাল বিদ্রোহের ১৬০তম বার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার বিকালে মহিপুরে আদিবাসী নারী ও শিশু কল্যাণ সংস্থা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনের প্রতিপদ্য ছিলো-‘সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি’। সাঁওতাল বিদ্রোহের অন্যতম বীর বিপ্লবী- সিধু কানু ও বীরঙ্গনা- ফুলমনি মুরমু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। আদিবাসী নেত্রী বাসন্তী মুরমুর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকার নটরডেম কলেজের বাণিজ্য বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ম. নূরুন্নবী। বিশেষ অতিথি- বাংলাদেশ ওয়ার্কাস পাটির পলিট ব্যুরো সদস্য আনোয়ারুল হক বাবলু এবং প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র তির্কী, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক কমল মিনজি, জেলা ওয়ার্কাস পার্টির নেতা জহুরুল ইসলাম উজ্জ্বল, আদিবাসী নেতা মানিক সরেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে মনোজ্ঞ আদিবাসী নৃত্য ও গীত পরিবেশন করেন আদিবাসী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা।

Your email address will not be published. Required fields are marked *

*